মৌলভীবাজারে বধ্যভূমি দখলের অভিযোগ চা-শ্রমিকদের বিরুদ্ধে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বধ্যভূমি দখলের অভিযোগ উঠেছে ফিনলে টি কোম্পানির শ্রমিকদের বিরুদ্ধে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2022, 02:17 PM
Updated : 24 Jan 2022, 02:45 PM

তবে কোম্পানির সিইও ওই জায়গাকে ফিনলে টি কোম্পানির বলে দাবি করেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব অভিযোগ করেন, সোমবার সকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের সিন্দুরখান বাজার সংলগ্ন এই বধ্যভূমিটি হঠাৎ করে দখল করেন শতাধিক চা-শ্রমিক। আপত্তি জানানোর পরও শ্রমিকরা সেখানে কাজ করেন। প্রশাসনের বাধাও শ্রমিকরা মানেননি।

বধ্যভূমিটিতে সরকারি অর্থায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।

চা-শ্রমিকরা বধ্যভূমি দখলের কথা স্বীকার করেছেন।

তাদের সরদার পরিতোষ ব্যানার্জি বলেন, “বাগান কর্তৃপক্ষকে বারবার বলার পরও আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে না। এক ঘরে বাবা-মা, স্ত্রী-সন্তান, ভাই, ভায়ের স্ত্রী-সন্তানসহ বসবাস করছি। নিরুপায় হয়ে আমরা এই জায়গা দখল করেছি। এখানে বাড়ি করব।”

ফিনলে টি কোম্পানির সিইও তাওসীন আহমেদ চৌধুরী ওই জায়গাটি তাদের প্রতিষ্ঠানের বলে দাবি করেছেন।

তাওসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় পাঁচ একরের এই জায়গাটি ফিনলে টি কোম্পানির। আমাদের বাগানের জায়গার একাংশে রয়েছে বধ্যভূমি। কিন্তু জায়গাটি সম্প্রতি একটি মহল দখলের চেষ্টা করছে। সেই খবর পেয়ে চা-শ্রমিকরা জায়গাটির দখল নিয়েছেন।

“এ ব্যাপারে আমরাও চাচ্ছি প্রশাসন যথাযথ আইনি ব্যবস্থা নিক।”

আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলাম।