খুরশীদা বেগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক।
সোমবার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের পিপি এমদাদুল ইসলাম ইমদাদুল।
দণ্ডপ্রাপ্ত মো. নাছির শেখ যশোরের অভয়নগরের ধুলগ্রামের বাসিন্দা।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে।
আসামিরা পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী এমদাদুল জানান, ২০১৪ সালের ৩ ডিসেম্বর বিকেলে নড়াইল শহরের বউবাজার এলাকা থেকে নাছির শেখ, মো. বায়েজীদ ও মফিজ সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নাছিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি উদ্ধার করা হয়। এ দিনই সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
পরে পুলিশ তিনজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত নাছিরকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল।