মাদারীপুরে রাধা হত্যায় দুই দশক পর ৫ জনের মৃত্যুদণ্ড
মাদারীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2022 05:18 PM BdST Updated: 24 Jan 2022 05:18 PM BdST
মাদারীপুরের রাজৈর উপজেলার রাধা রানী বৈদ্যকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার বিকাল সাড়ে ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস প্রায় দুই দশক আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার আমগ্রামের এলাকার তরণী বৈদ্য (৫০), অশোক বৈদ্য (৪৮), নরেন বৈরাগী (৪৭), কালু বিশ্বাস (৪৫) ও বিজয় বেপারী (৪৫)।
এদের মধ্যে বিজয় বেপারী পলাতক রয়েছেন।
আইনজীবী সিদ্দিকুর বলেন, মামলার মোট ছয়জন অভিযুক্ত ছিলেন। মামলার চলার মধ্যে গৌরাঙ্গ বৈদ্য মারা গেছেন। পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, আমগ্রামের গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধা রানী বৈদ্যর সঙ্গে জমিজমা নিয়ে তরণী বৈদ্যদের বিরোধ ছিল। ২০০২ সালের ১৪ অক্টোবর রাধা রানী বৈদ্য দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।
ছেলে বিষ্ণুপদ বৈদ্য রাজৈর থানায় ১৫ অক্টোবর একটি অপহরণ মামলা করেন। নিখোঁজের ১১ দিন পর উপজেলার সিরাজকাঠী গ্রামের পাখুল্লা বিলে মস্তকবিহীন রাধা রানী বৈদ্যর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে। পরে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
২০০৩ সালে ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোখলেসুর রহমান ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
মামলার বাদী বিষ্ণুপদ বৈদ্য রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “মায়ের হত্যার বিচার পেয়ে খুশি। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
-
বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
-
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ রোহিঙ্গা শিশু আহত
-
ধামরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, আটক ১
-
সুনামগঞ্জে বন্যায় ১৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
-
দেড় যুগে এমন বন্যা দেখেনি সিলেটের মানুষ
-
শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’, রাজবাড়ীতে আটক ১৩
-
'জীবনটা হামার বাহে চ্যাপটা হইয়া গেছে'
-
নোয়াখালীতে ‘১৫০ বছরের’ পুরনো পুকুর ভরাট, প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’