স্ত্রী-মেয়ে হত্যা, ব্যবসায়ী আটক

নাটোর শহরে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2022, 01:55 PM
Updated : 23 Jan 2022, 01:55 PM

‘পারিবারিক কলহের’ জের ধরে রোববার দুপুরে চৌকিরপাড় মহল্লায় এই হত্যাকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে।  

নাটোর শহরের চৌকিরপাড় মহল্লায় স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুস সাত্তার (৩৫) শহরের চৌকিরপাড় মহল্লার বাসিন্দা। তিনি পুরাতন কাপড় ব্যবসায়ী।

নাটোর সদর থানার ওসি মুনছুর রহমান জানান, রোববার দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে আব্দুস সাত্তারের তার স্ত্রীর (২৪) পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুস সাত্তার প্রথমে স্ত্রীকে ও পরে মেয়েকে গলা টিপে হত্যা করেন।

প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে গিয়ে আব্দুস সাত্তারকে আটক করে বলে ওসি জানান।

ওসি আরও জানান, আব্দুস সাত্তার স্ত্রীর নামে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে খুনের ঘটনা ঘটে। 

মা ও মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের বলেন, “খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে আটক করা হয়েছে।