হত্যার দায়ে এক ভাইয়ের ফাঁসি, আরেকজনের আমৃত্যু কারাদণ্ড

নড়াইল সদর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে ফাঁসি এবং অপর একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2022, 08:34 AM
Updated : 23 Jan 2022, 08:34 AM

রোববার সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ। 

ফাঁসির আসামি হলেন বাছির আলী মোল্লা। আর আমত্যু কারাদণ্ডপ্রাপ্ত হলেন কামাল মোল্লা। তারা আপন ভাই এবং অভয়নগর থানার কামরুল গ্রামের বাসিন্দা। রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মো. বাবুল মোল্লার বিধবা বোনকে আসামিরা প্রায়ই উত্ত্যক্ত করতেন। তখন বাবুলের ছেলে রেজাউল মোল্লা তাদের বাড়ি আসতে নিষেধ করেন।

২০১৯ সালের ২৬ জুন রাতে আসামিরা রেজাউলের বাড়ি আসেন এবং তারা জোর করে তার ফুফুকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন রেজাউল তাতে বাধা দেন।

এ সময় আসামিরা রেজাউলকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ২৭ জুন তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আইনজীবী আরও বলেন, ওইদিনই রেজাউলের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।