কুকুর কামড়ে এক শিশুর চোখ তুলে নিয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই সুজন চক্রবর্তী জানান, রোববার সকাল ১০টার দিকে শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. খায়ের (৪৫) শহরের নয়নপুর এলাকার আবু তাহেরের ছেলে।
এসআই বলেন, খায়ের অটোরিকশা চালিয়ে কাউতলি থেকে ডিসি কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটির চাকা খুলে যায়।
“এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই খায়েরের মৃত্যু হয়।”