শরীয়তপুরের ফুলজানকে হত্যা করেন তার ২ ছেলে: পুলিশ
শরীয়তপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 07:51 PM BdST Updated: 22 Jan 2022 07:51 PM BdST
শরীয়তপুরের জাজিরা উপজেলার ফুলজান বেগম ওরফে ভানুকে তার দুই ছেলে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করেন বলে পুলিশ জানিয়েছে।
জাজিরা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এক ছেলেকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে তারা এই তথ্য পেয়েছেন।
গত বছর ২৫ নভেম্বর জাজিরা উপজেলার পাচু মাতবরকান্দি গ্রামে বাড়ির পাশের আম গাছ থেকে ফুলজানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন ও রাসায়নিক পরীক্ষায় ভানুকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মেলে।
ওসি মাহাবুবুর রহমান বলেন, অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করার পর এর তদন্তে নেমে পুলিশ ফুলজানের ছেলে হাবিবুর রহমান সিকদারকে (৪৬) গ্রেপ্তার করে।
“হাবিবুর শুক্রবার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।”
ফুলজান তার দুই ছেলেকে জমি লিখে না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জাজিরা এসআই মো. ইকরাম হোসেন বলেন, ফুলজানের ১০ ছেলেমেয়ে রয়েছে। গত বছর ২৫ নভেম্বর দুই ছেলে সেলিম সিকদার ও হাবিবুর রহমান সিকদার তাদের নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন ফুলজানকে। ফুলজান অন্য ছেলেমেয়েকে রেখে দুই ছেলেকে জমি লিখে দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে দুই ভাই মায়ের গলা টিপে ধরেন। তখনই শ্বাস বন্ধ হয়ে ফুলজান ঘটনাস্থালেই মারা যান। পরে বাড়ির পাশে একটি আমগাছে লাশ রশি দিয়ে ঝুলিয়ে রাখেন দুই ভাই এবং আত্মহত্যা বলে প্রচার করেন।
সেলিম সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি মাহাবুবুর রহমান জানিয়েছেন।
-
সিরাজগঞ্জে যমুনার দুই তীরই ভাঙছে
-
ব্রহ্মপুত্রের চরে ঘাট নির্মাণ সমালোচনার মুখে
-
কুড়িগ্রামে স্কুলমাঠ দখলে গাছ রোপন, দোকান নির্মাণ
-
স্কুল মাঠ ভাড়া: তদন্তে কমিটি, অন্য মামলায় জেলে প্রধান শিক্ষক
-
পাহাড়ের প্রত্যাহারকৃত সেনাক্যাম্পে হবে এপিবিএন ক্যাম্প
-
দিনাজপুরে ‘ঘুষসহ’ কলকারখানা পরিদর্শন কর্মকর্তা আটক
-
কুমিল্লায় নজরুলের স্মৃতিচিহ্ন অনাদরে
-
সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম
-
পাহাড়ের প্রত্যাহারকৃত সেনাক্যাম্পে হবে এপিবিএন ক্যাম্প
-
কুড়িগ্রামে স্কুলমাঠ দখলে গাছ রোপন, দোকান নির্মাণ
-
ব্রহ্মপুত্রের চরে ঘাট নির্মাণ সমালোচনার মুখে
-
স্কুল মাঠ ভাড়া: তদন্তে কমিটি, অন্য মামলায় জেলে প্রধান শিক্ষক
-
নবাবগঞ্জে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার
-
নেত্রকোণায় জমির বিরোধে ‘প্রতিপক্ষের হামলায়’ এক ব্যক্তি নিহত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত