শরীয়তপুরের  ফুলজানকে হত্যা করেন তার ২ ছেলে: পুলিশ

শরীয়তপুরের জাজিরা উপজেলার ফুলজান বেগম ওরফে ভানুকে তার দুই ছেলে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করেন বলে পুলিশ জানিয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 01:51 PM
Updated : 22 Jan 2022, 01:51 PM

জাজিরা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এক ছেলেকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে তারা এই তথ্য পেয়েছেন।

গত বছর ২৫ নভেম্বর জাজিরা উপজেলার পাচু মাতবরকান্দি গ্রামে বাড়ির পাশের আম গাছ থেকে ফুলজানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন ও রাসায়নিক পরীক্ষায় ভানুকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মেলে।

ওসি মাহাবুবুর রহমান বলেন, অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করার পর এর তদন্তে নেমে পুলিশ ফুলজানের ছেলে হাবিবুর রহমান সিকদারকে (৪৬) গ্রেপ্তার করে।

“হাবিবুর শুক্রবার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।”

ফুলজান তার দুই ছেলেকে জমি লিখে না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জাজিরা এসআই মো. ইকরাম হোসেন বলেন, ফুলজানের ১০ ছেলেমেয়ে রয়েছে। গত বছর ২৫ নভেম্বর দুই ছেলে সেলিম সিকদার ও হাবিবুর রহমান সিকদার তাদের নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন ফুলজানকে। ফুলজান অন্য ছেলেমেয়েকে রেখে দুই ছেলেকে জমি লিখে দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে দুই ভাই মায়ের গলা টিপে ধরেন। তখনই শ্বাস বন্ধ হয়ে ফুলজান ঘটনাস্থালেই মারা যান। পরে বাড়ির পাশে একটি আমগাছে লাশ রশি দিয়ে ঝুলিয়ে রাখেন দুই ভাই এবং আত্মহত্যা বলে প্রচার করেন।

সেলিম সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি মাহাবুবুর রহমান জানিয়েছেন।