নীলফামারীতে পুড়ল ১৫ ঘর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 12:12 PM
Updated : 22 Jan 2022, 12:12 PM

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার মুশা হাজিপাড়া গ্রামের ছয়টি পরিবারের ১৫টি ঘর পুড়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন।

শনিবার দুপুরে তিনি জানান, গ্রামের মৃত নমির উদ্দিনের স্ত্রী টুলটুলি বেওয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি ঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আব্বাস আরও বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা নিরূপণ করা হয়েছে।”