মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে শাবির শিক্ষক প্রতিনিধিদল ঢাকায়
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 04:17 PM BdST Updated: 22 Jan 2022 04:42 PM BdST
-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যে ‘অশোভন ভাষা ব্যবহারের’ প্রতিবাদে বুধবার শিক্ষকদের একটি অংশ ফটকের সামনে মানববন্ধন করে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য শিক্ষকদের একটি প্রতিনিধিদল ঢাকায় গিয়েছেন।
শুক্রবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।
শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে তুলসী কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন ঢাকায় আছি।“
প্রতিনিধিদলে আরও রয়েছেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম রুবেল।
শিক্ষক সমিতির সভাপতি আরও বলেন, “শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা এখনও হয়নি। আলোচনা হলে সুষ্ঠু সমাধান পাব বলে আমরা আশাবাদী।"
তিন দফা দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলনে এক দফায় এসে কেন্দ্রীভূত হয়েছে গত ১৫ জানুয়ারি পুলিশের রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষপের পর।
এরপর থেকে শাবি ক্যাম্পাসে উত্তাল পরিস্থিতি, উপাচার্য ফরিদ উদ্দিন পদত্যাগ করছে না বলে গত বুধবার বিকাল ৩টা থেকে আমরণ অনশনে যায় শিক্ষার্থীরা। শনিবার আন্দোলনের চতুর্থ দিন চলছে। ২৩ আমরণ অনশনকারীর মধ্যে হাসপাতালে আছে ১৫ জন।
শুক্রবার বিকাল ৩টা ৬ মিনিটে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম নাদেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সাথে মুঠোফোনে কথা হয় শিক্ষার্থীদের। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকায় যেতে আহ্বান জানান এবং তাদের দাবি সম্পর্কে আলোচনার কথা বলেন।
কিন্তু শিক্ষার্থীরা শফিউল ইসলাম নাদেলের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে জানান, আপনি আমাদের বর্তমান পরিস্থিতি সরাসরি দেখুন, আমরা কেমন আছি, আমাদের অনেকেই অসুস্থ, আমরা তাদেরকে রেখে যেতে চাই না।
অনশনরত শিক্ষার্থী শাহেরিয়ার আবেদীন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জনান, "এখন ভার্চুয়াল মাধ্যমে কথা বলা যায়। এখন তো ক্লাস হয় অনলাইনে, পাশাপাশি সবকিছুই তো হয় অনলাইনে, তাহলে আলোচনা অনালাইনে করা যায়।"
এই আলোচনার পর থেকে এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কোনো বার্তা পাননি বলে জানিয়েছেন আন্দেলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশার। একই কথা জানিয়েছেন শিক্ষার্থী ইয়াছির সরকার।
শিক্ষার্থীরা শুক্রবার রাতে সাংবাদিকদেরকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকায় গিয়ে সরাসরি আলোচনা করবেন না তারা।
এর আগে শুক্রবার বিকালে মুঠোফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার সময় শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে আলোচনা করতে সম্মত হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে অনলাইন মাধ্যমে আলোচনায় বসার প্রস্তাব দেন। যার কারণে আলোচনায় সম্মত হলেও হয়নি আলোচনা।
বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
রোববার বিকালে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের প্রতিবাদ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। ধাওয়া-পাল্টার এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন।
এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে উল্টো উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন তারা।
ওই ঘটনায় পুলিশ ‘গুলি বর্ষণ ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে’ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে।
-
গাজীপুরে অরক্ষিত ক্রসিংয়ে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ মৃত্যু
-
বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
-
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ রোহিঙ্গা শিশু আহত
-
ধামরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, আটক ১
-
সুনামগঞ্জে বন্যায় ১৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
-
দেড় যুগে এমন বন্যা দেখেনি সিলেটের মানুষ
-
শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’, রাজবাড়ীতে আটক ১৩
-
'জীবনটা হামার বাহে চ্যাপটা হইয়া গেছে'
-
গাজীপুরে অরক্ষিত ক্রসিংয়ে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ মৃত্যু
-
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ রোহিঙ্গা শিশু আহত
-
ধামরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, আটক ১
-
বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
-
নোয়াখালীতে ‘১৫০ বছরের’ পুরনো পুকুর ভরাট, প্রতিবাদ
-
শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’, রাজবাড়ীতে আটক ১৩
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’