শাবিতে চতুর্থ দিনে ১৫ অনশনকারী হাসপাতালে
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 02:38 PM BdST Updated: 22 Jan 2022 04:42 PM BdST
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন; আর ভিসির বাসভবনের সামনে অনশনে আছেন আটজন।
গত বুধবার থেকে শুরু হওয়া অনশনের চতুর্থ দিনে শনিবার সকালে একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে গেলেও দুপুরে তিনি ফিরে অনশনে বসেছেন। এর আগে শুক্রবার বিকালে ও রাতে আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে এসে ফের অনশন চালিয়ে যাচ্ছেন।
বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা।
পরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বুধবার মোট ২৪ শিক্ষার্থী অনশনে বসেন। এর মধ্যে নয়জন ছাত্রী এবং ১৫ জন ছাত্র। একজন অনশনকারীর বাবা গুরুতর অসুস্থ হলে তিনি প্রথম দিনই গ্রামের বাড়ি চলে যান। ২৩ শিক্ষার্থী এখন হাসপাতাল ও ক্যাম্পাসে অনশন চালিয়ে যাচ্ছে।

গতকাল বিকালে ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এসে অনশন অব্যাহত রেখেছেন কাজল দাস; তারপরই রাতে একই হাসপাতাল থেকে আসেন পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আর রাফি।
শনিবার সকালে অক্সিজেন লেভেল নিচে নেমে যাওয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়েছিল পদার্থ বিজ্ঞান বিভাগের শাহরিয়ার আবেদীনকে। তিনি দুপুরেই ফের ক্যাম্পাসের অনশনে যোগ দিয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন শাহরিয়ার জামান রাহি।
তিনি দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে অনশনরত জান্নাতুল নাঈম নিশাতের অবস্থা একটু খারাপ হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্তী বলেছেন, নিশাতকে দ্রুতই কিছু খাওয়াতে হবে। আর নয়তো যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার ইসিজি পরীক্ষা করা হচ্ছে। ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। খিঁচুনির সমস্যা হচ্ছে।”

“আমরা অনশনে থাকব, যতক্ষণ না এই অযোগ্য ভিসি পদত্যাগ করছেন। আমাদের মধ্যে অনেকের গ্লুকোজ লেবেল, অক্সিজেনের স্যাচুরেশন লেবেল, ব্লাড প্রেসার, পালস রেট নিচে নেমে গেছে। কিছুক্ষণ আগে একজনকে (শাহরিয়ার আবেদীন) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অক্সিজেনের সমস্যা, শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরও সে হাসপাতালে যেতে চাচ্ছিল না, তাকে জোর করে নেওয়া হইছে। আসলে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এক দফা দাবিতে অনড় আছি, অনশনে আছি”, যোগ করেন কাজল দাস।
হাসপাতাল থেকে ফেরা আরেকজন আব্দুল্লাহ আর রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জেনেবুঝে অনশনে আছি। আমরা জানি, বেশ কষ্ট হবে, অনেক অসুস্থ হব। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকব। সময় যত যাচ্ছে, আমাদের ভাইবোনেরা আরও অসুস্থ হচ্ছে। আবার অনেকেই অনশনে বসতে চায়।”

বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
রোববার বিকালে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের প্রতিবাদ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। ধাওয়া-পাল্টার এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন।
এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে উল্টো উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন তারা।
ওই ঘটনায় পুলিশ ‘গুলি বর্ষণ ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগে’ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে।
-
বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
-
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ রোহিঙ্গা শিশু আহত
-
ধামরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, আটক ১
-
সুনামগঞ্জে বন্যায় ১৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
-
দেড় যুগে এমন বন্যা দেখেনি সিলেটের মানুষ
-
শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’, রাজবাড়ীতে আটক ১৩
-
'জীবনটা হামার বাহে চ্যাপটা হইয়া গেছে'
-
নোয়াখালীতে ‘১৫০ বছরের’ পুরনো পুকুর ভরাট, প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’