রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘৬৫ লাখ টাকার তার চুরি’
পাবনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2022 09:46 PM BdST Updated: 21 Jan 2022 09:46 PM BdST
পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ক্রেন থেকে ৬৫ লাখ টাকার তার চুরির মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলার ঈশ্বরদী থানায় বুধবার রাত ১১টার দিকে এই মামলা হয়েছে বলে থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।
ওসি মামলার নথির বরাতে বলেন, “রাশিয়ান কোম্পানি ‘আছের’-এর পরিচালক (নিরাপত্তা) ভিএন তুরুটিন বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, প্রকল্পের অভ্যন্তরে জাহাজের মালপত্র ওঠা-নামার নির্ধারিত স্থানে রাখা দুটি ক্রেন থেকে গত ৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির ভেতর কোনো এক সময় ‘২৬৫ মিটার গুরুত্বপূর্ণ তার’ খোয়া গেছে। এর দাম ৬৫ লাখ টাকা।”
মামলা তদন্তের জন্য পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, “ক্রেনের এই তার চুরির সঙ্গে যারা জড়িত, তাদের হয়ত নিয়মিত ওখানে যাতায়াত আছে বা মেশিন সম্পর্কে ধারণা আছে। তা না হলে এত গুরুত্বপূর্ণ জিনিস চুরি হলো কিভাবে?”
এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে প্রকল্পের ভেতর থেকে বাইরে নেওয়ার সময় প্রায় ১০ টন লোহা (রড ও পাইপ) চুরির চেষ্টার সময় গেট থেকে পাঁচজনকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
-
মাজারের পুকুরে অতি আদরে কুমিরের গায়ে চর্বি, বংশরক্ষা নিয়ে সংশয়
-
শরীয়তপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
-
পিরোজপুরের সড়কে কলেজছাত্র নিহত, বাসে আগুন
-
রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রনি-নিউটন
-
বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২
-
রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৩
-
নারীকে পাচার ও বিক্রির দায়ে দম্পতির মৃত্যুদণ্ড
-
দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসে এক ঘণ্টা ধরে বাঁচার আকুতি, রক্ষা পেলেন না
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর