কক্সবাজারে ‘২৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর পাঁচ কেজি ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2022, 05:47 AM
Updated : 21 Jan 2022, 05:47 AM

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার সংলগ্ন পাকা ব্রিজ এলাকা থেকে এ মাদক উদ্ধার করেন তারা।

মেহেদী বলেন, “মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার সীমান্তের দিক থেকে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে হেঁটে আসতে দেখে তাদের তাদের থামার জন্য নির্দেশ দেয় বিজিবি।

“এ সময় মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।”

এ সময় মাদক কারবারিরা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি করে ৫ কেজি ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।   

উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি টাকা জানিয়ে তিনি বলেন, মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে এবং এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।