গোপালগঞ্জে মন্দির কমিটিতে নাম না থাকা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মন্দির কমিটিতে নাম না থাকার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন। 

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 05:45 PM
Updated : 20 Jan 2022, 05:45 PM

উপজেলার কাকুইবুনিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে তারা হতাহত হন বলে টুঙ্গিপাড়া থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান।

নিহত সুবল শিকদার (৫০) ওই গ্রামের নিশিকান্ত শিকদারের ছেলে।

আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুবল শিকদারের ভাতিজা বিপিন শিকদার বলেন, সুবল শিকদার কাকুইবুনিয়া সর্বজনীন দুর্গা মন্দিরের জমিদাতা। কিন্তু অন্যরা প্রভাব খাটিয়ে মন্দির কমিটিতে সুবলের নাম রাখেননি‌। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে‌।

এই দ্বন্দ্বের জেরে বিকালে সংঘর্ষ বাধলে সুবল নিহত হন।

ওসি সুলতান মাহমুদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।