ঝালকাঠিতে শিশু অপহরণে যুবকের ১৪ বছর দণ্ড

ঝালকাঠিতে শিশুকে অপহরণের দায়ে এক যুবকের ১৪ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 05:31 PM
Updated : 20 Jan 2022, 05:31 PM

বৃহস্পতিবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা দায়রা জজ এমএ হামিদ এ রায় দেন।

দণ্ডিত সোলেমান ফকির (২৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের রতন ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় সোলেমান পলাতক ছিলেন।

১৪ বছর কারাদণ্ডের সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

মামলার নথির বরাত দিয়ে ঝালকাঠি আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মান্নান রসূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৫ সালের ১৮ জুলাই সোলেমান ফকির রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের ১২ বছর বয়সী এক মেয়েকে অপহরণ করেন। এরপর তাকেসহ বিভিন্ন স্থানে অবস্থান করেন। মেয়েটির সঙ্গে থাকা ৫০ হাজার টাকা মূল্যের সোনার গহনাও নিয়ে যান সোলেমান।

২০১৫ সালের ১৫ অগাস্ট আসামির বাড়ি থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ ব্যাপারে মেয়েটির বাবার দায়ের করা মামলায় রাজাপুর থানা পুলিশ ওই বছরের ২৩ ডিসেম্বর সোলেমান ফকিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।