ছাদের উপর থাকা পানির ট্যাংকে ওঠার মইয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে ছাত্রটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কামারগাঁও গ্রামে তাকে হত্যা করা হয়।
নিহত নবী মিয়া (৪০) ওই গ্রামের আলমাস মিয়ার ছেলে।
স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নবী মিয়ার সঙ্গে তার বড় ভাই আলী হোসেনের বিরোধ চলছে। সকালে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপযার্য়ে ছুরিকাঘাতে আহত হন নবী মিয়া। স্থানীয় লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই শফিকুল বলেন, নবী মিয়ার পেটে ছুরি মারা হয়েছে। জমি সংক্রান্ত বিধোধের জেরে এই হত্যাকাণ্ড সংগঘটিত হয়েছে। এর বাইরে অন্য কোনো বিষয় রয়েছে কিনা তা জনতে তদন্ত শুরু করেছে পুলিশ।