কোভিড-১৯: শেরপুরে একদিনে শনাক্ত ২৩

সীমান্তবর্তী জেলা শেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 04:31 AM
Updated : 20 Jan 2022, 04:31 AM

বৃহস্পতিবার শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।  

এর মধ্যে সদর উপজেলার ১২ জন, শ্রীবরদী উপজেলায় ৬ জন, নকলা উপজেলায় ৪ জন ও ঝিনাইগাতী উপজেলায় ১ জন রয়েছেন।

শেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ১ জন রোগী ভর্তি রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১০০ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭১৬ জন।

এছাড়া মহামারীর প্রথম ঢেউ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে জেলায় মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন বলেন, জেলায় ৭ লাখ ২৭১ হাজার ৩১ জন কোভিড-১৯ টিকার প্রথম ডোজ এবং ৫ লাখ ৩৪৭ হাজার ৭৯ জন দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জেলার ৪১ টি নমুনা পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।