বুধবার রাত ৮টার দিকে শহরের শহীদ সাঈদ সড়কের টিএন্ডটির মোড়ে এই ঘটনা ঘটে।
আহত শমশের আলী (৫১) মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিসের কাজ শেষে মোটরসাইকেলে তিনি শহরের তরমুগরিয়া এলাকার বাসার উদ্দেশে রওয়ানা দেন। বাসার সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪ থেকে ৫ জন হামলাকারী তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
শমসেরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক সোহেল-উজ-জামান বলেন, আহত শমসের আলীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, “খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আমরা এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।”
আহত শমসের আলী জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখায় কর্মরত ও কালকিনি উপজেলার এনায়েনগরের মৃত ইমতিয়াজ আলীর ছেলে। তিনি শহরের তরমুগরিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।