নারায়ণগঞ্জে সেনা সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 09:11 PM BdST Updated: 19 Jan 2022 09:11 PM BdST
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর এক সৈনিককে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার মো. আলী হোসেনের ছেলে জীবন (২৩), একই থানার মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৫) ও আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২২)।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, পটুয়াখালী জেলার লেবুখালীতে সেনাবাহিনীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক (কুক) শাহীন আলম (২২) সাত দিনের ছুটি কাটাতে শনিবার রাতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হন। রাত বেশি হওয়ায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় বন্ধু ফারহাবিবের বাসায় রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন তিনি।
“মৌচাক বেঙ্গল প্যাসিফিক লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড়ে পৌঁছালে ছিনতাইকারী জীবন, সুমন ও জুম্মন শাহীনের পথরোধ করেন। ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচে ভোর সাড়ে ৫টায় শাহীন মারা যান।”
এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান।
তিনি গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শাহীন আলমকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘সুইচ গিয়ারটি’ উদ্ধার করা হয়েছে।”
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
-
প্রচারে নেমে পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ সাক্কুর
-
রংপুরে ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে হত্যা
-
চুয়াডাঙ্গা-টাঙ্গাইলে ক্লিনিক ও ডায়াগনস্টিক অভিযান, জরিমানা
-
‘প্রেমিকের’ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল লাশ
-
ইভিএম দেখতে যাচ্ছেন সাক্কু-কায়সারের প্রতিনিধি
-
জয়পুরহাটে ঘরের ভেতর গৃহবধূকে গলাকেটে হত্যা
-
সিরাজগঞ্জে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
-
ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল শুরু
-
রংপুরে ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে হত্যা
-
চুয়াডাঙ্গা-টাঙ্গাইলে ক্লিনিক ও ডায়াগনস্টিক অভিযান, জরিমানা
-
‘প্রেমিকের’ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল লাশ
-
ইভিএম দেখতে যাচ্ছেন সাক্কু-কায়সারের প্রতিনিধি
-
প্রচারে নেমে পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ সাক্কুর
-
সিরাজগঞ্জে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি