কোভিড: গাজীপুরে শনাক্ত ৭৯, প্রাণহানি এক

গাজীপুরে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2022, 02:55 PM
Updated : 19 Jan 2022, 02:55 PM

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বুধবার সন্ধ্যায় জানান, সর্বশেষ ২২৮ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ হিসাবে আক্রান্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলায় আট জন, কালিয়াকৈরে একজন, কাপাসিয়ায় পাঁচ জন ও গাজীপুর সদরে ৬৫ জন।

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

“এ হাসপাতালে সর্বশেষ সাত জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক  মো. মাসুদ আইসিইউতে ভর্তি রয়েছেন।”

সর্বশেষ তথ্যানুযায়ী গাজীপুরে করোনাভাইরাসে মোট প্রাণহানি হয়েছে ৫০৬ জনের; আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪২২ জন।