৫২ শিক্ষার্থী কোভিড আক্রান্ত, চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে ক্লাস বন্ধ

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2022, 02:03 PM
Updated : 19 Jan 2022, 02:03 PM

বুধবার বিকালে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জেলার সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান।

তিনি বলেন, পরীক্ষায় ইনস্টিটিউটের ১৯০ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনের পজিটিভ এসেছে। এজন্য শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তাছাড়া আক্রান্ত শিক্ষার্থীদের আইসোলেশনে রাখা হয়েছে।

গত তিন দিনে এই শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছেন বলে চাঁদপুর সরকারি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান জানিয়েছেন।

ইনস্টিটিউটের প্রধান সেলিনা আক্তার বলেন, “করোনাভাইরাসে আক্রান্তদের সবাই মেয়ে। অন্য শিক্ষার্থী থেকে তাদের আলাদা করে একটি হলের দুটি ব্লকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

জেলার কোভিড পরিস্থিতি সম্পর্কে সিভিল সার্জন বলেন, জেলায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪০৫। এ পর্যন্ত মারা গেছেন ২৪১ জন। আর ১৪ হাজার ৯৮২ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮২ জন।