জাহাঙ্গীরনগরে প্রতিবন্ধী কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2022, 01:29 PM
Updated : 19 Jan 2022, 01:29 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মহিউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কলা ও মানবিকী অনুষদের ডিন অফিস কক্ষে (পুরাতন কলাভবন) এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল ছাত্র-ছাত্রীর সাক্ষাৎকার নেওয়া হবে তাদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং নিবন্ধক অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। সাক্ষাৎকারের সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই প্রয়োজনীয় সকল মূল সনদপত্র  সঙ্গে আনতে হবে।

প্রয়োজনীয় এসব কাগজপত্রের মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষার মূল আবেদনপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, প্রতিবন্ধী কোটায় ভর্তির আবেদনপত্র, প্রতিবন্ধিতার সনদপত্র/আইডি কার্ড, এসএসসি ও এইচএসসি পাশের সনদপত্র/নম্বর ফর্দ।