বাগেরহাটে ২ সন্তানের সামনে মাকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2022, 10:01 AM
Updated : 19 Jan 2022, 10:01 AM

একই সঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা আদায় না হলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়ারও আদেশ দিয়েছে আদালত।

বাগেরহাটের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো. নূরে আলম বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত খোকা হাওলাদার (৪৬) মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের প্রয়াত আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

আদালতের পিপি রণজিৎকুমার মণ্ডল মামলার নথির বরাতে জানান, ২০১৫ সালের ৩১ মে রাতে বাড়িতে ঢুকে দুই শিশুসন্তানের সামনে তাদের মাকে (২৫) ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেন খোকা হাওলাদার। এ সময় বাড়িতে অন্য কোনো সদস্য ছিল না। ধর্ষণ ছাড়াও খোকা ওই নারীর মোবাইল ফোন ও বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এর কিছুক্ষণ পরে নারীর স্বামী বাড়ি ফিরে তাকে অচেতন অবস্থায় পান।

এ ঘটনায় মামলা হলে তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল মান্নান শেখ খোকা হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পিপি বলেন, আদালত মোট নয়জনের সাক্ষ্য নিয়েছে। খোকার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিল।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শেখ মনিরুজ্জামান।