মাদ্রাসায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মামলা

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এনে গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2022, 08:32 AM
Updated : 19 Jan 2022, 09:18 AM

মঙ্গলবার রাতে এক শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান।

বুধবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে টঙ্গীর মাছিমপুর এলাকার জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম মাদ্রাসা ও এতিমখানা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

“শিশু দুটিকে সোমবার যৌন নিপীড়ন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকেই মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক শাহ আলম (৩৫) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।,

মামলার বাদী সাংবাদিকদের বলেন, তার ১১ বছর বয়সী ছেলে মাদ্রাসায় থেকে নূরানী বিভাগে পড়ালেখা করে। সোমবার রাত ২টার দিকে মাদ্রাসার নিচতলার ছাত্রদের থাকার কক্ষে যান শিক্ষক শাহ আলম। পরে তার ছেলে ও আরেক শিশু শিক্ষার্থীর ওপর ‘যৌন নির্যাতন’ চালান।

“বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন শাহ আলম। মঙ্গলবার দুপুরে আমার ছেলে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারকে জানায়। তখন আমি পুলিশকে জানাই।”

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মাদ্রাসার মুতাওয়াল্লি মামুন-উর-রশিদ বলেন, “আমরা বিষয়টি শুনেছি। কিন্তু ঘটনার পর থেকেই ওই শিক্ষক পলাতক রয়েছেন। আমরা ওই শিক্ষককে খুঁজে বের করার চেষ্টা করছি।”