শাবির হলে ডাইনিং বন্ধ, শিক্ষার্থীদের সহায়তায় সাবেকরা
শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 01:44 AM BdST Updated: 19 Jan 2022 01:44 AM BdST
আন্দোলনের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ অমান্য করে ক্যাম্পাসে থেকে যাওয়ায় শিক্ষার্থীরা খাবার নিয়ে বিপাকে পড়েছেন।
কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডাইনিং ও ক্যান্টিন বন্ধ করায় শিক্ষার্থীরা নিজেরা রান্নার আয়োজন করেছেন।

মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের পাশে ফুড কোর্টের সামনে রান্না ও খাবারের আয়োজন শুরু করেছেন শিক্ষার্থীরা ।

“ভার্সিটির গেইট বন্ধ এবং পুলিশের ভয়ে শিক্ষার্থীরা দূরে কোথাও খেতে যেতে পারছে না। আন্দোলন অব্যাহত রাখতে এটা খুব জরুরি ছিল। আমরা ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থীর প্রতি বেলায় খাবারের আয়োজন করছি। আমরা নিজ উদ্যোগে সবার কাছে খাবার পৌছে দিব। সাবেক সাস্টিয়ানরা [শাবি শিক্ষার্থী] আমাদের অনেক সাহায্য করছেন।”
শাবি উপাচার্য পদত্যাগ না করলে অনশনের হুমকি

গত বৃহস্পতিবার রাতে এই হলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

রোববারের হামলার ঘটনায় সোমবার জালালাবাদ থানা পুলিশ অজ্ঞাত পরিচয় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একই সময়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এই নির্দেশ অমান্য করেন এবং প্রভোস্ট কমিটি ও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় থাকেন।

-
সাভারে বিকল হয়েছিল বাসটি, ছুটছিল বেপরোয়া: যাত্রী
-
সড়কে ঝরল ১০ প্রাণ: তদন্তে বরিশাল জেলা প্রশাসনের কমিটি
-
সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের
-
ফেনীতে ৬ মাসে শিক্ষার্থীসহ ৩৮ জনের আত্মহনন
-
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি
-
কক্সবাজারে বিয়েবাড়িতে ‘খাবার খেয়ে’ ৪০ জন অসুস্থ
-
শিয়াল মারার ফাঁদে প্রাণ হারাল শিশু
-
মানিকগঞ্জে পদ্মায় জেলে নিখোঁজ: দুর্ঘটনাকারী নৌযানের চালক গ্রেপ্তার
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস