শাবি উপাচার্য পদত্যাগ না করলে অনশনের হুমকি
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 11:59 PM BdST Updated: 18 Jan 2022 11:59 PM BdST
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত সোয়া ১০টায় উপাচার্যের বাসভবনের সামনে গণমাধ্যমকে একথা জানান আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল বাশার।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বুধবার দুপুর ১২টার আগে উপাচার্যের স্বেচ্ছায় পদত্যাগ চান আন্দোলনরত শিক্ষার্থীরা। নয়তো তারা আমরণ অনশনের সিদ্ধান্ত নেবেন।
মোহাইমিনুল বাশার বলেন, “ক্রমাগত প্রশাসন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। রোববার পুলিশ দিয়ে হামলা করান উপাচার্য। এতে আমাদের ৩০ থেকে ৪০ জন ভাই-বোন আহত হয় মারাত্মকভাবে। তাই আমাদের এক দফা এক দাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়: মামলা প্রত্যাহার না হলে ‘কঠোর আন্দোলন’
হল প্রভোস্টের ‘অসদাচরণ’, উপাচার্যের বাসভবনের সামনে শাবি ছাত্রীদের বিক্ষোভ
পুলিশের মামলায় আসামি শাবির ৩০০ শিক্ষার্থী
অবরুদ্ধ শাবি উপাচার্যকে উদ্ধারে পুলিশের লাঠিপেটা, আহত অর্ধশত
“আমরা শিক্ষার্থীবান্ধব একজন উপাচার্য চাই, যে আনাদের কথা শুনবে, আমাদেরকে পুলিশ দিয়ে হামলা করাতে কখনও নির্দেশ দিবে না।”
বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে শুরু করা আন্দোলনে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিও যুক্ত করে মঙ্গলবার ষষ্ঠ দিনের মত অব্যাহত রেখেছেন।
গত বৃহস্পতিবার রাতে এই হলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
এর ধারাবাহিকতায় রোববার বিকালে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধারে যাওয়া পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড হামলায় অর্ধশত শিক্ষার্থী আহত হন।
রোববারের হামলার ঘটনায় সোমবার জালালাবাদ থানা পুলিশ অজ্ঞাত পরিচয় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
শাবিতে আন্দোলন গড়াল চতুর্থ দিনে
আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলার অভিযোগ শাবি ছাত্রলীগের বিরুদ্ধে
হল প্রভোস্টের ‘অসদাচরণ’: আলোচনায় ‘সমাধান মেলেনি’, ফের বিক্ষোভে শাবি ছাত্রীরা
ছাত্রীদের আন্দোলনের মধ্যে শাবির সিরাজুন্নেসা হলে ভারপ্রাপ্ত প্রভোস্ট
হল প্রভোস্টের ‘অসদাচরণ’: আলোচনায় ‘সমাধান মেলেনি’, ফের বিক্ষোভে শাবি ছাত্রীরা
হল প্রভোস্টের ‘অসদাচরণ’, উপাচার্যের বাসভবনের সামনে শাবি ছাত্রীদের বিক্ষোভ
এই মামলা প্রত্যাহারের জন্য মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে রাতেও ওই মামলা প্রত্যাহার করা হয়নি।
এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোহাইমিনুল বাশার বলেন, “যেহেতু মামলা প্রত্যাহার করেনি, তাই আমরা বুধবার দুপুর ১২টা পর্যন্ত উপাচার্যের স্বেচ্ছায় পদত্যাগ দাবি করছি। যদি সময়মতো উপাচার্য পদত্যাগ না করেন তাহলে আমরা আমরণ অনশনে যাব।"
-
আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি
-
ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কর্তনে গ্রেপ্তার ১
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের