শাহজালাল বিশ্ববিদ্যালয়: মামলা প্রত্যাহার না হলে ‘কঠোর আন্দোলন’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে ‘কঠোর আন্দোলনের’ হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 03:39 PM
Updated : 18 Jan 2022, 03:39 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের বাস ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। 

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ্য প্রতিনিধি সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা মামলা তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে  দিয়েছি।  এরপর মামলা তুলে নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাব আমরা।"

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে শুরু করা আন্দোলনে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিও যুক্ত করে মঙ্গলবার ষষ্ঠ দিনের মত অব্যাহত রখেছেন।

গত বৃহস্পতিবার রাতে এই হলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

এর ধারাবাহিকতায় রোববার বিকালে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধারে যাওয়া পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড হামলায় অর্ধশত শিক্ষার্থী আহত হন।

রোববারের হামলার ঘটনায় সোমবার জালালাবাদ থানা পুলিশ অজ্ঞাত পরিচয় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এই পরিস্থিতিতে প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজা পদত্যাগ করলেও হলের প্রভোস্ট কমিটি ও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন