শিক্ষকরা কোভিড আক্রান্ত, কুমিল্লায় এক বিদ্যালয়ে ছুটি

সব শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কুমিল্লার লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 01:26 PM
Updated : 18 Jan 2022, 04:53 PM

মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষায় প্রধান শিক্ষক শম্পা রানি সাহাসহ বিদ্যালয়ের আটজন শিক্ষকের সবারই প্রতিবেদনে পজিটিভ আসে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানি সাহা বলেন, গত দুই দিন ধরে তার শরীর খারাপ লাগছিল। তাই তিনি ও তার স্বামীর করোনাভাইরাস পরীক্ষা  করান। পরীক্ষায় তাদের পজিটিভ ফল আসে। বিষয়টি শিক্ষকদের জানালে তারাও পরীক্ষা করান।

“পরীক্ষায় সব শিক্ষকের পজিটিভ আসে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখতে বলেন।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়টি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যালয় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।