কুষ্টিয়ায় হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ায় ১৫ বছর আগে এক যুবককে গলাকেটে হত্যার দায়ে একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুর্ষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 11:20 AM
Updated : 18 Jan 2022, 11:24 AM

মঙ্গলবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সালাম মোল্লা (৪৭) কুমারখারী উপজেলার কালিকাতলা গ্রামের মৃত. মুনসুর মোল্লার ছেলে।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- একই এলাকার হারুনর রশিদের ছেলে রেজাউল জোয়ার্দার কালু (৪২) ও আমির হামজার ছেলে সাইফুল ইসলাম সাম (৩৪)।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৯ সালের ২৩ মে রাতে উপজেলার কালিকাতলা গ্রামের মুনছের আলীর ছেলে শহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ২৮ মে সকালে পাশের কালিতলা এলাকায় একটি ডোবা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শহিদুলের বাবা বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়। 

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান অনুপ কুমার নন্দী।

এরা হলেন- মিলন মোল্লা, নজরুল ইসলাম, মোমিন ও মাসুদ।