কুষ্টিয়ায় হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড
কুর্ষ্টিয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 05:20 PM BdST Updated: 18 Jan 2022 05:24 PM BdST
কুষ্টিয়ায় ১৫ বছর আগে এক যুবককে গলাকেটে হত্যার দায়ে একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সালাম মোল্লা (৪৭) কুমারখারী উপজেলার কালিকাতলা গ্রামের মৃত. মুনসুর মোল্লার ছেলে।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- একই এলাকার হারুনর রশিদের ছেলে রেজাউল জোয়ার্দার কালু (৪২) ও আমির হামজার ছেলে সাইফুল ইসলাম সাম (৩৪)।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৯ সালের ২৩ মে রাতে উপজেলার কালিকাতলা গ্রামের মুনছের আলীর ছেলে শহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ২৮ মে সকালে পাশের কালিতলা এলাকায় একটি ডোবা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শহিদুলের বাবা বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান অনুপ কুমার নন্দী।
এরা হলেন- মিলন মোল্লা, নজরুল ইসলাম, মোমিন ও মাসুদ।
-
ঝালকাঠীর শুভ হত্যায় ৩ ভাইসহ চারজনের যাবজ্জীবন
-
মাজারের পুকুরে অতি আদরে কুমিরের গায়ে চর্বি, বংশরক্ষা নিয়ে সংশয়
-
সিলেটে বন্যা: নগরে বিদুৎহীন ৫০ হাজার পরিবার
-
শরীয়তপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
-
পিরোজপুরের সড়কে কলেজছাত্র নিহত, বাসে আগুন
-
রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রনি-নিউটন
-
বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২
-
রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৩
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’