সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রীসহ দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 09:46 AM
Updated : 18 Jan 2022, 03:46 PM

সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার দুপুরে এ  রায় ঘোষণা করেন।

এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা  না দিলে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাগারে রাখার  আদেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার  ছোট কোয়ালিবেড় গ্রামের আবু বক্কার মণ্ডলের স্ত্রী আছিয়া খাতুন (৪১) ও হত্যাকাণ্ডে তার সহকারী মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের রমজান আলী (৪২)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

মামলার নথি অনুযায়ী, আছিয়া খাতুনের সঙ্গে বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল রমজান আলীর। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন রমজান। কিন্তু স্বামী আবু বক্কার মণ্ডল জীবিত থাকতে আছিয়া বিয়ে করতে পারছিলেন না। একপর্যায়ে তারা আবু বক্কারকে হত্যার পরিকল্পনা করেন।

২০১৬ সালের ১ জুন সন্ধ্যায় বক্কারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় বক্কারের ভাই আবু হানিফ বাদী হয়ে মামলা করেন।

মামলায় ১৩ জনের সাক্ষ্য নিয়ে দুই আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দিল।