বেনাপোল বন্দরে ট্রাক থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী একটি ট্রাক থেকে ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2022, 12:58 PM
Updated : 17 Jan 2022, 12:58 PM

বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, সোমবার সকালে বন্দরের ৩১ নম্বর শেডে রাখা বিস্ফোরকবাহী ভারতীয় ট্রাক থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ট্রাকের নম্বর এপি ২৪ টিসি-৩৪৮৮।

নিহত লিনগালা রাজামাল্লাহ (৪৩) ভারতের অন্ধ প্রদেশের ধানাপল্লী ওয়ারংগাল গ্রামের বাসিন্দা। তিনি ওই ট্রাকের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

বন্দরে কর্তব্যরত আনসারের পিসি আবুল কালাম আজাদ বলেন, “সকালে কর্তব্যরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকের ভেতর গলায় রশি দিয়ে লাশটি ঝুলতে দেখি। পরে থানা ও বন্দর কর্তৃপক্ষকে অবহিত করি।”

বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, “ভারত থেকে ১১টি ট্রাকে করে শনিবার বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে একটি ট্রাকের সহকারী ট্রাকের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

জিজ্ঞাসাবাদের জন্য ওই ট্রাকের চালক গুরুগু পোচায়াকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।