খুলনায় যুবলীগ নেতাকে ‘হত্যাচেষ্টা’, অস্ত্রসহ যুবক আটক
খুলনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2022 11:14 AM BdST Updated: 17 Jan 2022 11:22 AM BdST
খুলনা মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাওনকে গুলি করে পালানোর সময় অস্ত্রসহ এক যুবককে আটকের খবর জানিয়েছে পুলিশ।
খালিশপুর থানার এসআই রেজওয়ান আহম্মেদ জানান, রোববার সন্ধ্যায় নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে কাঁলা চান ওরফে সবুজ (৩৫) নামের ওই যুবককে আটক করেন তারা।
সবুজের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এসআই বলেন, “বয়রা মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি স্থানীয়রা এক যুবককে ধরে রেখেছে। পরে তার কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি রিভলবার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেখানে একটি অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে।”
যুবলীগ নেতা সাইদুর রহমান শাওন বলেন, “রোববার সন্ধ্যার পরে বয়রা বাজার মোড়ে আমাকে লক্ষ্য করে দুটি মোটরসাইকেল থেকে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। মোটরসাইকেলে ছয়জন মুখোশ পরা ছিল। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালাতে চেষ্টা করে।
“এ সময় ধাওয়া খেয়ে মোটরসাইকেল থেকে এক যুবক পড়ে গেলে স্থানীয়দের লোকজন তাকে ধরে ফেলে। এরপর পুলিশ সেখানে গেলে ওই যুবক জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
শাওন জানান, তার বাবা, বড় ভাইকেও সন্ত্রাসীরা হত্যা করেছিল। এ ঘটনার আগেও দুবার তাকে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা।
খালিশপুর থানার ওসি কামাল হোসেন বলেন, যুবলীগ নেতা সাইদুর রহমানকে হত্যাচেষ্টার ঘটনায় গুলি ও দুটি অস্ত্রসহ কালা চান ওরফে সবুজ নামে এক যুবককে আটক করা হয়েছে। সে এখন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও আটকের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয়রা জানান, যুবলীগ নেতা শাওনের নামে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। নগরীর আড়াইশো বেড পুজোখোলা এলাকায় এক ছেলেকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখায় স্থানীয়ভাবে সে ‘ট্যাংকি শাওন’ নামে পরিচিত।
-
বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
-
ফেনীতে ৬ মাসে শিক্ষার্থীসহ ৩৮ জনের আত্মহনন
-
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি
-
কক্সবাজারে বিয়েবাড়িতে ‘খাবার খেয়ে’ ৪০ জন অসুস্থ
-
শিয়াল মারার ফাঁদে প্রাণ হারাল শিশু
-
মানিকগঞ্জে পদ্মায় জেলে নিখোঁজ: দুর্ঘটনাকারী নৌযানের চালক গ্রেপ্তার
-
ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
-
দুই বছর পর খুলনা-কলকাতা ট্রেন চালু রোববার
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)