নোয়াখালীতে বিজয়ী কাউন্সিলরের বাড়িতে হামলা, আহত ৭

নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলরের বাড়িতে হামলা-ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এতে ওই কাউন্সিলর প্রার্থীর ভাইসহ অন্তত সাত জন আহত হয়েছেন। 

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2022, 06:31 PM
Updated : 16 Jan 2022, 06:31 PM

সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, রোববার রাত ৮টায় দিকে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন সাব্বির (২৬), রিয়াজ (২২), হৃদয় (২০), ইসমাইল (৩০), রাহিম (২৮), মিলন (২৪) ও শান্ত (২৬)।

রোববারের নির্বাচনে ফখরুদ্দিন মাহমুদ ৯ নম্বর ওয়ার্ডে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুল অভিযোগ করেন, রাত ৮টার দিকে এলাকাবাসী ফুলের মালা দিতে তার বাড়ি যান। ওই সময় প্রতিপক্ষের একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালিয়ে একটি পিকআপ, সাউন্ড বক্স, দুটি দোকান ভাঙচুর করে।

“এ হামলায় আমার ভাইসহ সাত জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে জানতে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।  

সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে পরাজয়ের জের ধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারীর নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী কাউন্সিলর। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।