নোয়াখালী পৌরসভায় ভোট চলছে ‘উৎসবে’

নোয়াখালী পৌরসভার ‘উৎসব মুখর পরিবেশে’ ভোট গ্রহণ চলছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2022, 04:43 AM
Updated : 16 Jan 2022, 05:04 AM

রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বরিবল আলম জানান, রোববার সকাল ৮টায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সহিদ উল্যাহ খান। এরপর সকাল পৌনে ১০টায় সোনাপুর কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ।

রিটার্নিং কর্মকর্তা বলেন, “বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রের নারী ও পুরুষ ভোটারের সারি দীর্ঘ হচ্ছে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন। বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। কেন্দ্রগুলোতে সুষ্ঠ পরিবেশ বহায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

পৌরসভার প্রতিটি কেন্দ্রে গুরুত্বপূর্ণ বিবেচনা করে ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব, পুলিশের ৪টি মোবাইল টিম, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।

নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন।

পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন।