মেয়র লিটন কোভিড আক্রান্ত

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2022, 02:52 PM
Updated : 15 Jan 2022, 02:52 PM

শনিবার সকালে তারা এই প্রতিবেদন পেয়েছেন বলে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, মেয়র গত ৯ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় যান। তার দুই দিন পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন। এর পর থেকে তিনি ঢাকায় আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নেন।

“একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার মেয়র করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। কোনো উপসর্গ না থাকলেও তার প্রতিবেদনে পজিটিভ আসে।”

মেয়র ঢাকায় নিজের বাসায় আছেন জানিয়ে জনসংযোগ কর্মকর্তা বলেন, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মেয়র মোবাই ফোনের মাধ্যমে তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর পান। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন এবং শারীরিকভাবে ভালো আছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।