কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ ভ্যানযাত্রীর

কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2022, 12:43 PM
Updated : 15 Jan 2022, 12:43 PM

সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে শনিবার বেলা ১২টার দিকে তারা হতাহত হন বলে চৌড়হাস হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সলেমান আলী (৪৫) ও ভদুয়া গ্রামের আফতাব মণ্ডলের ছেলে ওসমান মণ্ডল (৬০)।

দুর্ঘটনায় আহত ভ্যানচালক কামাল মিয়া (৪৫) ও যাত্রী নজরুল ইসলাম (৪০) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হতাহত সবাই মাংস বিক্রেতা। তারা চুয়াডাঙ্গা থেকে গরু কেনার জন্য কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি ইদ্রিস আহতদের বরাত দিয়ে বলেন, তিন মাংস বিক্রেতা দুপুরে ভ্যানে করে হাটে যাচ্ছিলেন। ভ্যানটি কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় মহাসড়কে ওঠার সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে সলেমান ঘটনাস্থলে মারা যান। আর উসমান মারা যান হাসপাতালে।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক বা তার সহকারী কাউকে ধরতে পারেনি।