সিলেটে করোনাভাইরাসে এক দিনে ২ মৃত্যু, শনাক্ত ৮৮

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে; একই সময় শনাক্ত হয়েছে ৮৮ জনের।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2022, 12:26 PM
Updated : 15 Jan 2022, 12:26 PM

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ৮২১ জনের নমুনা পরীক্ষায় তারা এই ফল পান।

মৃত দুইজন সিলেট জেলার বাসিন্দা বলে জানালেও তিনি তাদের বিষয়ে বিস্তারিত বলতে পারেননি।

হিমাংশু লাল বলেন, শনাক্ত ৮৮ জনের মধ্যে ৭৯ জন সিলেটের বাসিন্দা আর নয়জন হবিগঞ্জের। বিভাগে গড় শনাক্তের হার ১০ দশমিক ৭২ শতাংশ।

একই সময় বিভাগে ৩৩ জন সুস্থ হয়েছেন জানিয়ে তিনি বলেন, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন। বিভাগের চার জেলায় ২৫ জন কোভিড রোগী হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হিমাংশু বলেন, এ নিয়ে বিভাগের চার জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ৫৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৪ হাজার ৩৮৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৫৯ জন, মৌলভীবাজারে ৮ হাজার ২৩৪ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৭০৯ জন। বিভাগে মোট মারা গেছেন এক হাজার ১৮৬ জন। তাদের মধ্যে সিলেটের ৯৯১ জন, সুনামগঞ্জের ৭৫ জন, মৌলভীবাজারের ৭২ জন আর হবিগঞ্জের ৪৮ জন।