কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ৬ ‘জলদস্যু’ আটক

কক্সবাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছয় জলদস্যুকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2022, 03:57 AM
Updated : 15 Jan 2022, 05:04 AM

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, কক্সবাজারে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে শুক্রবার রাত ১২টায় এ অভিযান চালানো হয়।

আটকদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাবের কর্মকর্তা খাইরুলের ভাষ্য, “মহেশখালী চ্যানেলে ডাকাতির জন্য কয়েকজন অবস্থান করছে খবরে র‌্যাব সদস্যরা জেলে ছদ্মবেশে মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে রাত ৯টা থেকে অভিযান শুরু করে।

“এক পর্যায়ে রাত ১২ টার দিকে একটি ট্রলারে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। এ সময় কৌশলে ট্রলারটিকে ঘেরাও করে ছয়জনকে জনকে আটক করা হয়।পরে ওই ট্রলারে তল্লাশি করে দেশীয় তিনটি বন্দুক ও ১১টি গুলি জব্দ করা হয়।”

তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে সাগরে জলদস্যুতা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।