ইউপি নির্বাচন: নবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক নিতে এসে লাঞ্ছিত এক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2022, 05:05 PM
Updated : 14 Jan 2022, 05:05 PM

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের মূল ফটকের সামনে এই হামলা হয় বলে নয়নশ্রী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে একই পদের স্বতন্ত্র প্রার্থী রিপন মোল্লার অভিযোগ।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ চৌধুরীর সমর্থকরা এই চালিয়েছে বলে রিপন মোল্লা অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন মোল্লা তার সমর্থকদের নিয়ে শুক্রবার দুপুরে প্রতীক নিতে উপজেলায় আসেন। এ সময় তাকে লাঞ্ছিত করে একদল লোক।

রিপন মোল্লা বলেন, “আওয়ামী লীগ প্রার্থী পলাশ চৌধুরীর এক স্বজনের নেতৃত্বে আমার উপর হামলা করা হয়েছে। আমাকে নির্বাচন থেকে বিরত রাখতে এই হামলা করা হয়েছে বলে আমার ধারণা।”

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী পলাশ চৌধুরী বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে আমি শুনেছি কটূক্তি করায় আমার এক যুবলীগকর্মী তার প্রতিবাদ করেছেন।”