ফেনীতে ‘১৪ লাখ টাকা ছিনতাই’: চার লাখ টাকাসহ গ্রেপ্তার ৭

ফেনী শহরে ছিনতাই হওয়া ১৪ লাখ টাকার মধ্যে চার লাখ উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2022, 03:08 PM
Updated : 14 Jan 2022, 03:08 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করার পর ঢাকা, কক্সবাজার ও লক্ষ্মীপুর থেকে তারা তাদের গ্রেপ্তার করেন।

গত ৬ জানুয়ারি রাতে ফেনীর সম্রাট ফ্লাওয়ার মিলের দুই কর্মচারী বিভিন্ন জায়গা থেকে পণ্য বিক্রির টাকা সংগ্রহ করে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ফেনী শহরের তাকিয়া রোডে তাদের কুপিয়ে আহত করে ১৩ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই করা হয় বলে থানায় মামলা হয়।

পুলিশ কর্মকর্তা বদরুল আলম শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, মামলার পর পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা, কক্সবাজার ও লক্ষ্মীপুর থেকে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

“তাদের কাছ থেকে চার লাখ ২৮ হাজার টাকা, দুটি ছোরা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতরা হলেন হোসেন বাবু (২০), সুমন সিকদার (২১), মো. সাকিব খান (২০), মো. রনি (২১), মো. শিপন (২২), ওমর ফারুক আরমান (২০) ও আল আমিন (২৫)।

তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা ও অপরাধ সম্পর্কে বিস্তারিত বলতে পারেনি।

শুক্রবার তাদের আদালতের ম্যাধমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বদরুল আলম।