বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে একটি গাড়ির ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন। এ ঘটনার পর ঢাকাগামী লেনে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2022, 08:03 AM
Updated : 14 Jan 2022, 09:36 AM

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে বঙ্গবন্ধু পূর্ব থানার পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেনের ২৬ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ওসি বলেন, ঢাকা যাওয়ার পথে লাশবা‌হী অ্যাম্বুলেন্সটিকে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে চালক আহত হন। এতে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সেতুর পূর্ব সড়কে যানজটের সৃ‌ষ্টি হয়। কিছু সময়ের জন‌্য বন্ধ হয়ে যায় সেতুতে টোল আদায়।

পরে দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি স‌রিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।