খালেদা জিয়ার উপদেষ্টা তাজমেরী ইসলাম কারাগারে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরী এস ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদকগাজীপুর প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2022, 06:59 AM
Updated : 14 Jan 2022, 01:23 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বলে মহিলা কারাগারের সুপার হালিমা খাতুন জানান।

এর আগে সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও রোকেয়া হলের প্রভোস্ট তাজমেরী ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, একটি রাজনৈতিক মামলায় তাজমেরী এস ইসলামকে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। এ সময় তার জামিন আবেদন করা হলে বিচারক তা নাকচ করে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাজমেরী এস ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওয়ারেন্ট তামিল টিম তাকে আদালতে হাজির করালে আদালত কারাগারে পাঠান।

কোন মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল জানতে চাইলে তিনি বলেন, “ওয়েরেন্টে অত বিস্তারিত লেখা থাকে না। আর উনি নেতা বা খালেদা জিয়ার উপদেষ্টা তাও জানা ছিল না। এখন বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি।"

তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক।