যশোরে ১০টি স্বর্ণের বারসহ ‘পাচারকারী’ আটক

যশোরের শার্শা থেকে ১০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক হয়েছেন, যাকে পাচারকারী বলছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2022, 05:58 PM
Updated : 13 Jan 2022, 05:58 PM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বৃহস্পতিবার বিকালে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ইসমাইল হোসেন (৩৮) শার্শার বেনাপোলের নামাজগ্রামের প্রয়াত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদে বিজিবির বেনাপোল কোম্পানি সদরের সুবেদার আকবর আলীর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশি দল সন্দেহজনক আচরণের জন্য মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেনকে আটক করে।

“পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মূল্য ৮১ লাখ ৫৫ হাজার টাকা।”

এ স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আটক ইসমাইলকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।