দুধ, গোলাপজলে কার্যালয় ধুয়ে দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান
পাবনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2022 01:48 PM BdST Updated: 13 Jan 2022 01:48 PM BdST
দুধ ও গোলাপজল দিয়ে ধুয়ে কার্যালয়কে ‘পবিত্র’ করে চেয়ারে বসেছেন পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রজব আলী বাবলু।
মঙ্গলবার এ ঘটনা এলাকার শত শত মানুষ প্রত্যক্ষ করে। কেউ কেউ ছবি তুলে, ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে এ ঘটনা ব্যাপক আলোড়নের সৃষ্টি করে।
গত ২৮ নভেম্বরের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রজব আলী বাবলু দুইবারের চেয়ারম্যান নুরুল ইসলামকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তারা আপন ভায়রা। রোববার তিনি শপথ নেন।

দুধ, গোলাপজল দিয়ে কার্যালয় ধুয়ার ব্যাপারে চেয়ারম্যান রজব আলী বাবলু বলেন, “এই পরিষদে আগে অনেক অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো। তাই পরিষদকে পবিত্র করতে আমার কর্মী-সমর্থকদের পানি দিয়ে ধুয়ে দিতে বলেছিলাম। তারা উৎসাহী হয়ে আনন্দ করে দুধ ও গোলাপজল দিয়ে ধুয়ে দিয়েছে।”
তিনি আরো বলেন, ”বুধবার সকালে প্রথম পরিষদে যাওয়ার আগে আমি সেখানে ক্বারি দিয়ে মিলাদ পড়িয়ে, আল্লাহর নাম নিয়ে প্রথম কর্মদিবস শুরু করেছি। যেহেতু আমি মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তাই পরিষদকে পবিত্র করে নতুনভাবে শুরু করেছি। আশা করছি, এখন থেকে এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোনো অনৈতিক বা খারাপ কাজ হবে না।”

সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “দায়িত্ব গ্রহণ করার অনুষ্ঠানে তিনি (রজব আলী বাবলু) আমাকে ডাকেননি। সচিব এসে স্বাক্ষর করে নিয়ে গেছে। শুনলাম, আমি নাকি খারাপ মানুষ ছিলাম, পরিষদে খারাপ কাজ হতো, তাই দুধ আর গোলাপজল দিয়ে ধুয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। দুইবার হেরে এবার জিতেছেন। তাই আনন্দে গদগদ হয়ে এটা করেছেন তিনি। এটা নিচু মানসিকতার পরিচয়।”
তিনি আরো বলেন, “আমিও দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি কখনও অতীত চেয়ারম্যানদের অসম্মান করিনি। ওই পরিষদের জমি আমার আর সাবেক চেয়ারম্যান আফজাল হোসেনের দেওয়া। নতুন ভবন নির্মাণ, রঙ করা ও ফার্নিচার সব আমার হাতে করা। সেখানে আমি খারাপ কাজ করব এমন প্রশ্নই ওঠে না। বর্তমান চেয়ারম্যানও সারাজীবন থাকবেন না। একদিন যেতে হবে।”
-
ইমরানের বিদ্রোহ: ‘পাত্তা দিচ্ছেন না’ রিফাত
-
ফরিদপুরে কভার্ড ভ্যান দুর্ঘটনায় সার্জেন্ট নিহত
-
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
-
আখাউড়া বন্দরে সার্ভার অকেজো, খাতায় লেখা হচ্ছে তথ্য
-
লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন
-
মেহেদির রং না মুছতেই দম্পতির ‘আত্মহত্যা’, পুলিশের সন্দেহ
-
গাজীপুরে স্কয়ারের ওষুধ কারখানায় আগুন
-
‘পোশাকে আপত্তিতে’ তরুণী লাঞ্ছিত: ইসমাইল ৩ দিনের রিমান্ডে
-
ফরিদপুরে কভার্ড ভ্যান দুর্ঘটনায় সার্জেন্ট নিহত
-
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
-
আখাউড়া বন্দরে সার্ভার অকেজো, খাতায় লেখা হচ্ছে তথ্য
-
লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন
-
মেহেদির রং না মুছতেই দম্পতির ‘আত্মহত্যা’, পুলিশের সন্দেহ
-
‘পোশাকে আপত্তিতে’ তরুণী লাঞ্ছিত: ইসমাইল ৩ দিনের রিমান্ডে
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ