চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিল ভারত

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভারত সরকারের কাছ থেকে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার পেয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2022, 12:23 PM
Updated : 12 Jan 2022, 12:23 PM

বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করেন।

এ উপলক্ষে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এ সময় বিনয় জর্জ স্বাস্থ্য খাতে বাংলাদেশে ভারত সরকারের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান।

ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশে বেশ কয়েকটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার প্রদান করা হচ্ছে; এবং এর অংশ হিসেবে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হলো বলে তিনি জানান।

বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের করোনাভাইরাস টিকার আওতায় এনেছে উল্লেখ করে টিকা প্রয়োগে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন বিনয় জর্জ।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী উপস্থিত ছিলেন।