নাটোরে বাস, ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

নাটোর সদর উপজেলায় বাস, ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো ১০ জন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2022, 05:57 AM
Updated : 12 Jan 2022, 06:24 AM

মঙ্গলবার গভীর রাত ২টার দিকে উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মুনছুর রহমান।

নিহতরা হলেন- ট্রাকের চালক আবু মুসা (৩২) এবং কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম (৪৮)। দুজনের বাড়িই ঝিনাইদহ জেলায়।

নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল কাঠবোঝায় ট্রাক ও মালবাহী কভার্ডভ্যান। রাত ২টার দিকে তোকিয়া এলাকায় তিনটি যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক মুসা মারা যান।

ঘটনার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ব্যবসায়ী আসাদুলকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি আখতার হামিদ খান।

মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।