কুমিল্লায় বিকাশ ব্যবসায়ীর উপর হামলা, `৩ লাখ টাকা ছিনতাই’

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে এক বিকাশ ব্যবসায়ীর উপর হামলা ও তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 06:02 PM
Updated : 11 Jan 2022, 06:02 PM

সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে শংকর দাস নামের এই ব্যক্তি জানান।

শংকর দাস বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শীতল দাসের ছেলে।

শংকর দাস বলেন, তিনি দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর বাজারে বিকাশ ব্যবসা করেন। বিকাশ ব্যবসার পাশাপাশি তার ফাস্ট ফুডের ব্যবসাও আছে। সারাদিন দোকানে থাকেন, আর রাতে বাসায় ফেরেন।

“সোমবার রাতে দোকান বন্ধ করে বাজার থেকে কিছুদূর যাওয়ার পর একটি সিএনজিচালিত অটোরিকশা করে অন্তত ৪ /৫ জন মুখোশধারী লোক আমার পেছন দিকে এসে নামে। কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারা শুরু করে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে আমার সাথে থাকা বিকাশ ব্যবসার ৩ লাখ টাকা ও ১০টি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, “এ ঘটনায় আমরা এথনও লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”