লালমনিরহাটে পুলিশ কনস্টেবল আটক, ফেন্সিডিল উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 05:44 PM
Updated : 11 Jan 2022, 05:44 PM

মঙ্গলবার দুপুরে কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান।

গ্রেপ্তার কনস্টেবল হুমায়ুন কবির (৩৩) হাতীবান্ধা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি হাতীবান্ধা হাইওয়ে থানায় যোগদান করেন।        

লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, ভারত থেকে বিভিন্ন নিষিদ্ধ মাদক মহিপুর সেতু হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে – এমন তথ্যের ভিত্তিতে কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে আটক করে।

“পরে মোটরসাইকেলে থাকা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তি পুলিশ সদস্য বলে জানতে পেরেছি।”

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম বলেন, “হুমায়ুন কবির ছুটি নিয়ে আজ সকালে এখান থেকে চলে যায়। এরপর শুনি সে মাদক নিয়ে আটক হয়েছে।”      

কালীগঞ্জ থানার ওসি গোলাম রসূল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা থানায় এসেছেন। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।