রংপুরে শিশু হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

রংপুরে মুক্তিপণ না দেওয়ায় শিশু হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 12:53 PM
Updated : 11 Jan 2022, 12:53 PM

রংপুরের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ রোকনুজ্জামান মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার পীরগাছা উপজেলার তাম্বূলপুর ইউনিয়নের পরান গ্রামের আবুল কালামের ছেলে রাসেল মিয়া ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সালাউদ্দিন তালুদ।

তাদের মধ্যে রাসেল রায় ঘোষণার সময় আদালতে থাকলেও সালাউদ্দিন পলাতক।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরও চার আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর উপজেলার পরান গ্রামের আবদুর রহিমের মেয়ে রিয়া আক্তার (৭) অপহৃত হয়। তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার বাবার কাছে মোবাইল ফোনে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বাবা থানায় মামলা করলে পরের বছর ১৯ জানুয়ারি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী সালাউদ্দিনকে গ্রেপ্তার ও এলাকার আব্দুল হকের টয়লেট থেকে রিয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ তাদের মোবাইল ফোন ও জুসের বোতল আলামত হিসেবে জব্দ করে।

আদালতের পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, সালাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সালাউদ্দিন স্বীকার করেন, অপহরণ করে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর শ্বাসরোধ করে হত্যা করা হয় রিয়াকে।

তদন্ত শেষে ২০১৪ সালের ২২ জুন ওই দুজনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেন পীরগাছা থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান।

পিপি বলেন, ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্দুল হক প্রামানিক।