হবিগঞ্জে মসজিদের নাম বদল নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ সদর উপজেলার এক গ্রামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণ গেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2022, 04:19 AM
Updated : 10 Jan 2022, 04:19 AM

নিহত আফজাল চৌধুরী (৪০) লুকড়া ইউনিয়নের পূর্ব ফান্ডাইল গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি ঢাকার বিআরটিএ কার্যালয়ের চালক হিসেবে কর্মরত ছিলেন।

সংঘর্ষের পর আরও অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, ওই গ্রামের বাসিন্দাদের উদ্যোগে ১৯৮৪ সালে একটি মসজিদ করা হয়, নাম দেওয়া হয় পূর্ব ফান্ডাইল জামে মসজিদ।

“সম্প্রতি সাইফুল ইসলাম সেফুল নামে লন্ডন প্রবাসী এক ব্যক্তি মসজিদের নাম বদলে তার বাবার নাম ব্যবহার করার চেষ্টা করেন। এ নিয়ে ওই গ্রামের তাউস মিয়া ও গাউছ মিয়া এবং তাদের অনুসারীদের সঙ্গে সেফুলের পরিবারের বিরোধ হয়।”

ওই বিরোধের জেরে সোমবার রাত ১টার দিকে ফান্ডাইল গ্রামের পাঁচ পীরের মাজারে ওরশ চলাকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের মধ্যে আফজাল চৌধুরী নিহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মাসুক আলী।