বাগেরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার আরোহী তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2022, 03:25 AM
Updated : 9 Jan 2022, 09:21 AM

শনিবার গভীর রাতে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী জানান।

নিহতরা হলেন- মো. আব্দুল্লাহ, মো. সালাহউদ্দিন এবং আব্দুল গফুর। বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে তাদের বাড়ি।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের আল জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মুহা. আলীশাহ দারুস সুন্নাহ মাদ্রাসার হোস্টেলে থেকে পড়ালেখা করছিলেন তারা।

ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মাদ্রাসার একদল শিক্ষার্থী খুলনায় এক মাহফিলে গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় করে মাদ্রাসায় ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।

তাদের অটোরিকশা রাত ১২টার দিকে শ্যামবাগাত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তাতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং তিন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। হাইওয়ে পুলিশ চালকসহ আরও তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি মোহাম্মদ আলী বলেন, রাতে কুয়াশা থাকায় দৃষ্টিসীমা কম ছিল, সে কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সকালে ময়নাতদন্ত ছাড়াই তিনজনের মরদেহ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।